জনকন্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ আর নেই

টুডে ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৩ PM, ২২ মার্চ ২০২১

দৈনিক জনকন্ঠ পত্রিকার সম্পাদক, প্রকাশক ও গ্লোব জনকন্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিক উল্লাহ খান মাসুদ আর নেই। আজ ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জনকণ্ঠের ডেপুটি এডিটর ওবায়দুল কবির জানান, আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন।

আপনার মতামত লিখুন :