চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করলেন আলহাজ্ব আফছার উদ্দিন ভূইয়া

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৫ PM, ১৮ জানুয়ারী ২০২২

মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূইয়া। গতকাল (১৮ জানুয়ারী) মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌরসভার মুন্সীরহাটে অবস্থিত মোল্লা কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন তিনি।

বিদায়ী চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান জীবন দায়িত্ব বুঝিয়ে দেন নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূইয়াকে।

চরকেওয়ার ইউপির সচিব আতিকুল ইসলাম সুমিতের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা করেন চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক, সাবেক ৭ নং ওয়ার্ড সদস্য মো. গজনবী।

এ সময় নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সদস্য ছালেহা বেগম টুম্পা, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য তারা বেগম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মরিয়ম আক্তার ঝুমুলী। ১ নং ওয়ার্ড সদস্য গুলজার হোসেন আড়ৎদার, ২ নং ওয়ার্ড সদস্য মহিউদ্দিন মৃধা, ৩ নং ওয়ার্ড সদস্য সিরাজ জমাদার, ৪ নং ওয়ার্ড সদস্য ওমর আলী কাজী, ৫ নং ওয়ার্ড সদস্য মো. দেলোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ বজলুর রহমান, ৭ নং ওয়ার্ড সদস্য রাকিব হোসেন রকি, ৮ নং ওয়ার্ড সদস্য মন্টু দেওয়ান ও ৯ নং ওয়ার্ড সদস্য মো. কামাল ভূইয়া।

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করা হয়। নবনির্বাচিত চেয়ারম্যান ও বিদায়ীদের ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।

বিদায়ী চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান জীবন বক্তব্যে বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সাথে আমি থাকবো এবং সহযোগিতা করবো।

বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আফছার উদ্দিন ভূইয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি সকলের সহযোগিতায় চরকেওয়ার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপ দেয়ার চেষ্টা করবো সকলের সহযোগিতায়।

আপনার মতামত লিখুন :