গ্রেফতার করে হয়রানীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে গজারিয়া উপজেলা প্রেসক্লাব

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৪ PM, ১৮ মে ২০২১

গজরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শামীমসহ ক্লাবের সকল সদস্য রোজিনা ইসলামের উপর নির্যাতনের তীব্র নিন্দা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বঙ্গকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানিয়েছেন। মঙ্গলবার (১৮ মে) দুপুর ১টার সময় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ ও নিন্দা জানান।

গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সংবাদকর্মীরা প্রতিবাদে বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মূর্ত প্রতীক রোজিনা ইসলাম। দক্ষ এবং সাহসী একজন নারী।। অপরাধীদের মূর্তমান আতংক তিনি। সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৫ ঘন্টা আটকে রেখে নির্যাতনের ঘটনা খুবই দুঃখজনক ও হৃদয় বিদারক। স্বাস্থ্যখাতের অস্বাভাবিক সব দূর্নীতি নিয়ে তার সিরিজ রিপোর্ট পুরো দেশকে নাড়া দিয়েছে। দূর্নীতি গ্রস্থ এই খাতটির অনেক উচ্চপদস্থ কেউকেটারা বঙ্গকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে ম্লান করার ষড়যন্ত্র মেতে উঠেছে।

আপনার মতামত লিখুন :