গুয়াগাছিয়ায় সাবেক ইউপি সদস্য জমু মেম্বারের ইফতার অনুষ্ঠান

স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জমু মেম্বার ইফতার অনুষ্ঠান করেছেন।
সোমবার বিকালে গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী গ্রামে তার নিজ বাসভবনে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং বসুর চর, গুয়াগাছিয়া, কলিমুল্লাহ এতিম খানা মাদ্রাসায় ইফতার বিতরণ করেন।
ইফতার অনুষ্ঠানে মহামারী করোনা ভাইরাস থেকে বাংলাদেশসহ বিশ্বের মানবজাতিকে সুরক্ষার লক্ষ্যে দোয়া করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা রুহুল আমীন যুক্তিবাদী।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নতুনচর জামে মসজিদের ইমাম মোস্তাক আহমেদ, সমাজ সেবক আবুল কাশেম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া, উপজেলা কৃষক লীগের নেতা আওয়াল মিজি, ইউনিয়ন ছাত্রলীগের নেতা তাফসীরুল কুরআন শান্ত প্রমূখ।