গজারিয়া থানা পুলিশের সহায়তায় শিশু হৃদয় ফিরলো আপণ ঘরে

গজারিয়া থানা পুলিশের দিনভর চেষ্টায় আজ মঙ্গলবার শিশু হৃদয় ফিরে গেলো আপণ ঘরে।
সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ইপিজেড এলাকায় বসবাস পরিবারের সাথে শিশু হৃদয়ের(১০) গত সোমবার নিজের প্রিয় সাইকেল চড়ে পরিবারের কাউকে না জানিয়ে লুকিয়ে কুমিল্লায় নানা বাড়ির উদ্দেশ্যে রওয়া দেয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর এসে পথের দিশা হারিয়ে ফেলে হৃদয়।
আজ মঙ্গলবার সকালে গজারিয়া উপজেলার কলসের কান্দি গ্রামের সোনিয়া আক্তার(৩৮) তাকে পেয়ে ঠিকানা জানতে চাইলে শিশুটি শুধু বাবা-মায়ের নাম আর ইপিজেডে থাকে ছাড়া আর কিছু জানাতে না পারায়, সোনিয়া আক্তার শিশুটিকে গজারিয়া থানা পুলিশের কাছে নিয়ে যায়।
গজারিয়া থানার ডিউটি অফিসার এসআই সবুজ মিয়া জানান, মঙ্গলবার রাত সাতটায় সারা দিনের চেষ্টায় শিশু হৃদয়ের বাবা আবদুর রউফ ও মা রোখসানা বেগমের হাতে তুলে দেয়া হয়েছে তাদের প্রিয় সন্তানটিকে।