গজারিয়ায় ২৫ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় সরকারি কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ!

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২৭ PM, ২৪ মে ২০২১

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অধীনে বাস্তবায়নাধীন একটি খাল খনন প্রকল্প ২৫ লক্ষ টাকা চাঁদা না পেয়ে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খানের বিরুদ্ধে। লক্ষীপুর-হোগলাকান্দি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস)এর অধিনে ৫.৪ দীর্ঘ একটি খালের খনন কাজ চলছিল। আজ (সোমবার) দুপুরে জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান খান ও তার লোকজন দুই এস্কেভেটর চালককে মারধর করে কাজ বন্ধ করে দেয়।

লক্ষীপুর-হোগলাকান্দি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন বলেন, আজ দুপুরে সাইদুর খানের লোকজন প্রকল্প এলাকায় জড়ো হয়ে এস্কেভেটর চালক দেলোয়ার (৪৫) ও
রাকিব (৪০)কে মারধর করে কাজ বন্ধ করে দেয়। এর আগে বিভিন্ন মাধ্যমে ২৫লক্ষ টাকা চাঁদা দাবি করেন তিনি। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানানোয় লোকজন নিয়ে তিনি আজ কাজ বন্ধ করে দিয়েছেন । এই ঘটনায় তিনি বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন

সরজমিনে ঘটনাস্থলে গিয়ে এস্কেভেটর চালক দেলোয়ার হোসেন বলেন, গত কয়েকদিন ধরে তাকে মুঠোফোনে অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল। আজ দুপুর দুইটার দিকে কয়েকজন লোক এসে তাকে মারধোর করে এস্কেভেটর থেকে নামিয়ে দেয়। সে এরপর যদি মাটিকাটার কাজ চালিয়ে যায় তাহলে তাকে খুন করে ফেলবে বলে হুমকি দেয় এরপর থেকে এস্কেভেটর চালানো বন্ধ রেখেছেন তিনি।

বিষয়টি সম্পর্কে জানতে এলজিইডির গজারিয়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী কাজী ইশতিয়াক আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হামলার ঘটনার পর তারা স্থানীয়দের মাধ্যমে খবর পান। হামলায় দুইজন এস্কেভেটর চালক আহত হয়েছে বলে প্রাথমিকভাবে তাকে জানানো হয়। এ ব্যাপারে সমিতির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ এর প্রক্রিয়া চলছে।

বিষয়টি সম্পর্কে জানতে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এ ব্যাপারে কোন তথ্য তার কাছে নেই।

বিষয়টি সম্পর্কে জানতে অভিযুক্ত মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য সাইদুর খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যক্তি মালিকানার জায়গা অবৈধভাবে কাটা হচ্ছিল স্থানীয়দের মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জ্ঞাত করে তিনি তার লোকের মাধ্যমে কাজ থামানোর অনুরোধ করেছেন তবে এখানে কাউকে মারধোর করা হয়নি। তিনি বা তার লোকজন কারো কাছে চাঁদা দাবি করেননি।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে জাইকার অর্থায়নে গজারিয়া উপজেলার ইমামপুর ৫.৪ কিলোমিটার দীর্ঘ একটা খালের খনন কাজ চলছে যার ব্যায় ১কোটি ৯০ লক্ষ টাকা। গত প্রায় ২০ দিন আগে খালটি খনন কাজ শুরু হয় আজ পর্যন্ত অর্ধেকের বেশি অংশ খনন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :