গজারিয়ায় ১০৮ পিস ইয়াবা সহ যুবক আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. পারভেজ (২৫) নামে এক যুবককে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।
আটক মো. পারভেজ টেঙ্গারচর ইউনিয়নের বড়ই কান্দি ভাটেরচর গ্রামের রেফায়েত উল্লাহর ছেলে।
মঙ্গলবার দুপুরে বড়ই কান্দি ভাটেরচর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে।
আটকের বিষয়’টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ +ওসি) মো রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে
মঙ্গলবার দুপুরে বড়ই কান্দি ভাটেরচর গ্রামে সড়কের সামনে থেকে পারভেজ কে আটক করে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গজারিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে ।