গজারিয়ায় সড়ক দূর্ঘটনায় যাত্রীবাহী বাস খাদে আহত-১০

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাউশিয়া সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস খাদে আহত দশ জন প্রায় আধাঘন্টা মহাসড়কে যানজট সৃষ্টি হয়। কুমিল্লা থেকে ঢাকাগামী বাউশিয়া এলাকায় যাত্রীবাহী বাসে চাকা পানচার হলে গাড়িটি দাঁড়িয়ে কাজ করার সময় কুমিল্লা থেকে ঢাকা গামী কভার ভ্যান সজোরে ধাক্কা দিলে গাড়িটি খাদে পড়ে যায়। পরে যাত্রীরা উড়াউড়ি করে নামতে গিয়ে দশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান, শুক্রবার বিকেল পাঁচটায় বাউশিয়া এলাকায় বাসের চাকা পাংচার হয়ে গেলে যাত্রীবাহী পরিবহন নামে একটি রাস্তার পাশে দাঁড়িয়ে কাজ করার সময় পিছন থেকে কভার ভ্যান ধাক্কা দিলে গাড়িটি পড়ে যায় এ ঘটনায় বাসটি ও কভার ভ্যান আটক করা হয়েছে।