গজারিয়ায় স্বামীর পরকীয়া প্রেমিকার হাতে স্ত্রী আহত

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৮ PM, ০৭ জুন ২০২১

মুন্সীগঞ্জের গজারিয়ায় পরকীয়া প্রেমিকার হামলায় স্ত্রী বিউটি বেগম (৪০) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তির ফুফাত ভাই মাে. জালাল মােল্লা থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন।

মুখরোচক এ ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামে।

বিউটি বেগমের বরাত দিয়ে স্বজনরা জানান, আলীপুরা গ্রামের মৃত সাইজুদ্দিনের ছোট ছেলে লিটনের স্ত্রী নাসরিন (৪০) কে বাড়িতে রেখে সিঙ্গাপুর প্রাবসে আছে দীর্ঘ বছর ধরে। ছোট ভাইয়ের অনুপস্থিতিতে বড় ভাই মনির উদ্দিন ছোট ভাইয়ের স্ত্রী নাসরিনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি এলাকায় জানাজানি হলে বেশ কয়েকবার সালিশ বৈঠকও হয়। সেখানে মনির উদ্দিন নিজের দোষ স্বীকার করে আর এমন হবে না বলে ক্ষমা চান।

এরই একপর্যায়ে গত সোমবার সকালে মনির উদ্দিন তার ছোট ভাই লিটনের স্ত্রী নাসরিনের সাথে ফের কথা বলার সময় তার স্ত্রী বিউটি বেগম দেখে ফেলেন। স্ত্রী’র উপস্থিতি টের পেযে স্বামী লিটন পালিয়ে যায়।

পরে বিউটি ও নাসরিন দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে নাসরিন ক্ষিপ্ত হয়ে ধারালাে দাঁ দিয়ে বিউটি বেগমের মাথায় আঘাত করলে বিউটি বেগম মাটিতে লুটিয়ে পরে। পরে বিউটি বেগমের ডাক চিৎকারে তার মেয়ে সাবিহা (১৩) আগাইয়া আসিলে নাসরিন তাকে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এসে মা ও মেয়ে’কে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। পরে বিউটি বেগমের ফুফাত ভাই মাে. জালাল মােল্লা এ ঘটনায় নাসরিন সহ দুজনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এবিষয় জানতে লিটনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রইছ উদ্দিন জানান অভিযোগ পেয়েছি, জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :