গজারিয়ায় সাবেক চেয়ারম্যানের মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃমোজাম্মেল হক চৌধুরী (খোকন) এর মাথায় অস্ত্র ঠেকিয়ে তিন লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে,তাঁকে এগিয়ে নিতে এসে হামলায় আহত হয়েছে ৩ যুবক।
ভুক্তভোগী সূত্রে জানা যায়,গতকাল রবিবার রাত সাড়ে নয় ঘটিকায় পোড়াচক বাউশিয়া থেকে নদী পাড় হয়ে বালুচর খেয়াঘাট পৌঁছানো মাত্র স্থানীয় ৩৫/৪০জনের একটি সন্ত্রাসী দল সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী (খোকন)কে ঘিরে ফেলে এ সময় সন্ত্রাসীরা তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করে মাথার দু’পাশে পিয়াস ও শাহাদাত নামে দু’জন পিস্তল ঠেকালে মেহেদী নামে অপর সন্ত্রাসী পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায়।তিনি আরো জানায়, গতকাল’ই ভবেরচরস্থ ন্যাশনাল ব্যাংক থেকে তিন লক্ষ টাকা তুলেছিলেন।এর পূর্বে উনাকে এগিয়ে নিতে এসে সৌরভ চৌধুরী (২১)পিতা-ইকবাল চৌধুরী, হ্রদয়(২০)পিতা- সালাউদ্দিন,তরিকুল ইসলাম(২০)পিতা-আব্দুল জাব্বার সরকার সাংশিমুলিয়া নামে তিন যুবক সন্ত্রাসীদের হামলায় আহত হন।আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আজকে উপজেলা আইন শৃঙখলা,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।জানা যায় অভিযুক্ত প্রতিটি আসামীর বিরুদ্ধেই রয়েছে নৌ-ডাকাতিসহ একাধিক মামলা।
এ বিষয়ে গজারিয়া থানার ইন্সপেক্টার(তদন্ত) জানান,আমরা অভিযোগ পেয়েছি,ঘটনা যাই ঘটুক না কেন আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।