গজারিয়ায় সাপের ছোবলে কৃষকের মৃত্যু, উপজেলা হাসপাতালে নেই ভ্যাক্সিন

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৮ PM, ২৭ মে ২০২১

মুন্সীগঞ্জের গজারিয়ায় মাছ শিকার করতে গিয়ে সাপের ছোবলে রফিকুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮’টার দিকে গজারিয়া ইউনিয়নরে গোসাইচর গ্রাম সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে। মৃত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত তজুক আলীর ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮’টার দিকে রফিকুল ইসলাম গোসাইচর গ্রাম সংলগ্ন বিলে মাছ ধরতে যায়। এ সময় একটি বিষধর সাপ রফিকুল ইসলামকে ছোবল দেয়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ওইরাতে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে মেলেনি সাপে কামড়ানো রোগীর জন্য ভ্যাক্সিন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর সেখানে জরুরী বিভাগের কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুতালেব ভুইয়া ঘটনাটি সত্যতা নিশ্চিত করে তিনি জানান, রফিকুল ইসলাম’কে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :