গজারিয়ায় সাংবাদিককে মারধর করে পানিতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় সাংবাদিককে মারধর করে পানিতে ফেলে দেওয়ার ঘটনায় গজারিয়া থানায় মামলা হয়েছে । গত সোমবার রাতে আহত সাংবাদিকের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গজারিয়া থানায় মামলা রেকর্ড করে। যাহার মামলা নং ২২(০৯) ২১।
মামলায় ভবেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহআলমসহ ৭ জন আসামী ও অজ্ঞাতনাম৭/৮জনকে আসামী করা হয়েছে। এজাহারের পর হতে আসামীরা পলাতক রয়েছে।
এ দিকে আহত সাংবাদিক জুয়েল দেওয়ান গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্র চিকিৎসা নিয়েছেন। এর আগে সোমবার বিকালে ওই সাংবাদিদের উপর হামলা চালায় ভূমিদশূরা। পরে অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করে।
জানা গেছে, মুন্সীগঞ্জের গজারিয়া অবৈধভাবে জোরপূর্বক কৃষকের ফসলের জমিতে বালু ভরাট অভিযোগে ভিত্তিতে আজ সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে তথ্য সংগ্রহের জন্য যান গজারিয়া উপজেলা দৈনিক রজত রেখা ও আজকালের খবর পত্রিকার প্রতিনিধি জুয়েল দেওয়ান । এ সময় ভূমিদস্যুরা তার উপর অতর্কিত হামলা চালায়। স্থাণীয়ভাবে জানাযায়, উপজেলার উপজেলার ভবেরচর ইউনিয়ন আনারপুরা গ্রামে কৃষকের জমিতে জোরপূর্বক বালু ভরাট করছিল কতিপয় ভূমিদস্যু ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেকান্দার হোসেন জানান, সাংবাদিক জুয়েল দেওয়ানের স্ত্রী একটি মামলা দায়ের করেছেন। আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।