গজারিয়ায় সতর্ক অবস্থানে পুলিশ

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৪ PM, ২৯ সেপ্টেম্বর ২০২১

গজারিয়ার দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টা পাল্টি মিটিংকে কেন্দ্র করে পুলিশ ছিল সতর্ক অবস্থানে

আজ বুধবার উপজেলার ভবেরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইঞ্জিঃসাঈদ মোঃলিটন ও ভবেরচর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাঃসম্পাদক মোঃমুক্তার হোসেন এর পৃথক পৃথক স্থানে এই মিটিং অনুষ্ঠিত হয়েছে।আইন শৃঙখলা স্বাভাবিক রাখতে তিন টিমে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মুক্তার এর সর্মথকরা মোড়ে মোড়ে স্লোগান দিয়ে স্কুলে প্রবেশ করেছে এবং বর্তমান চেয়ারম্যান লিটু চেয়ারম্যানের সমর্থকরাও মোড়ে মোড়ে মিছিল করে উঠান বৈঠক অবস্থান করে।
এ ব্যাপারে ভবেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তিনি বলেন,একটি মহল উস্কানি দিয়ে আমার মিটিং বানচালের চেষ্টা করেছে।

এ ব্যাপারে ভবেরচর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাঈদ মোঃলিটন বলেন, আমার উঠান বৈঠক আগে থেকেই ছিল,প্রতিপক্ষ গ্রুপ তড়িঘড়ি করে মিটিং করেছে আমার মিটিং বানচাল করার জন্য।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন বলেন, একই স্থানে দুটি নির্বাচনীয় উঠান বৈঠক দেওয়ায় পুলিশ নিয়ে আমরা শক্ত অবস্থানে আছি এ ব্যাপারে ভবেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তিনি বলেন,একটি কুচক্রী মহল আমার নির্বাচনী উঠান বৈঠক উসকানি দেওয়ার চেষ্টা করেছে।

আপনার মতামত লিখুন :