গজারিয়ায় শেখ কামালের ৭২ তম জন্মদিন পালিত

মুন্সীগঞ্জের গজারিয়ায় বঙ্গবন্ধুর পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ভবেরচর বাসষ্ট্যান্ড এলাকা সংলগ্ন হাইওয়ে রেস্টুরেন্টে কনভেনশন কক্ষে স্বাস্থ সুরক্ষা বিধি মেনে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’কে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে ভবেরচর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে।
উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো.মহসিন চৌধুরীর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের বণার্ঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, গজারিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুতালেব ভুইয়া, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিব মেম্বার, গুয়াগাছিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি দাউম খান, বাউশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান, ভবেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ আলম, বাউশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা সরয়ার বিপ্লব, ভবেরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলার আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ভবেরচর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দও ফুলেল শ্রদ্ধা জানান।