গজারিয়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৭ PM, ১৭ জুন ২০২১

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে গজারিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।

উপজেলা ভূমি কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নূরে আলম সিদ্দিকী, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক,ইউপি সদস্য সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

কর্মশালায় বক্তারা বাল্যবিবাহ নির্মূল, নারীনেতৃত্ব তৈরি, নারী অধিকার নিশ্চিত করণ সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন।

আপনার মতামত লিখুন :