গজারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ বিতরণ

গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের উদ্যোগে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
এলজিএসপি প্রকল্প-৩ এর আওতায় আজ রোববার দুপুরে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একটি স্টীলের আলমারি, মেলামাইন বোর্ডের শোকেস ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খবিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন,গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনসহ অত্র ইউনিয়নের সচিব, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।