গজারিয়ায় শহীদ পরিবারের মাঝে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪০ PM, ১১ মে ২০২১

১১ মে ২০২১ মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের গোসাইচর গ্রামে ১০০০ লোকের মাঝে ইফতার ও মহান মুক্তিযুদ্ধে ৩৬০ শহীদ পরিবারে ঈদ উপহার হিসেবে (শাড়ী, লুঙ্গি, শার্ট, গেঞ্জি) বিতরন করা হয়।

গজারিয়া উপজেলা শহীদ পরিবার কল্যাণ পরিষদের সভাপতি ও গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মহিউদ্দীন ঠাকুরের ব্যাক্তিগত অর্থায়নে আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে এই ইউনিয়নে শহীদ পরিবারের মাঝে আনন্দ ভাগাভাগি করা প্রয়াসে কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানান মহিউদ্দীন ঠাকুর।

অনুষ্ঠানে গজারিয়া উপজেলা শহীদ পরিবার কল্যাণ পরিষদের সভাপতি মোঃ মহিউদ্দীন ঠাকুরের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব মোঃ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নিবার্হী অফিসার জনাব জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন , গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোঃ মোজাাম্মেল হোসেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা শহীদ পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জালাল বেপারী, মীর ফেরদাউস, আমির হোসেন ভূইয়া, আবুল কালাম দর্জি, আলী আহম্মেদ ঠাকুর, কাদির ঠাকুর, রশীদ ঠাকুর, আবুল হোসেন ঠাকুর, আঃ হাই ঠাকুর, হান্নান ঠাকুর, আলীনুর ঠাকুর গাফ্ফার ঠাকুর সহ প্রমুখ।

আপনার মতামত লিখুন :