গজারিয়ায় রাস্তার বেহালদশা, দূর্ভোগে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৫২ PM, ২৫ অগাস্ট ২০২০

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামের বাজারে যাতায়াতের প্রধান সড়কটির বেহাল দশার কারনে চরম দূর্ভোগে এলাকাবাসী। গোয়ালগাঁও গ্রাম থেকে গোয়ালগাঁও বাজারের প্রধান রাস্তাটির বেহালদশায় ওই গ্রামের মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, গোয়ালগাঁও গ্রাম থেকে গোয়ালগাঁও বাজারে যাওয়ার ওই রাস্তাটির ইট উঠে পুরো কাদা-মাটির রাস্তায় পরিণত হয়েছে। চলতি বর্ষা মৌসুমে পুরো রাস্তাটি কাঁদা-পানিতে একাকার হয়ে বেহাল দশার সৃষ্টি হয়েছে। দেখে বোঝার উপায় নেই এটি কোন এক সময় ইট বিছানো রাস্তা ছিল। রাস্তার এই বেহাল অবস্থার কারণে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ভোগান্তি পোহাচ্ছে রাস্তাটি ব্যবহার করে চলাচলকারী গোয়ালগাঁও গ্রামের কয়েক হাজার বাসিন্দা।

স্থানীয়রা বলেন, কয়েক বছর ধরে রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়লেও এখন পর্যন্ত কোন সংস্কার করা হয়নি। অথচ রাস্তাটি
ব্যবহার করে প্রতিদিন স্থানীয়রা বাজারে যাতায়াত করেন। প্রতিনিয়ত তাদের পোহাতে হচ্ছে অর্ন্তহীন ভোগান্তি। এলাকাবাসীর দাবি কৃর্তপক্ষ দ্রæত গোয়ালগাঁও গ্রাম থেকে বাজারে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ একমাত্র প্রধান রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার ব্যবস্থা গ্রহন করবে।

আপনার মতামত লিখুন :