গজারিয়ায় রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি: চলাচলে ভোগান্তি

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৪ PM, ০৭ মে ২০২১

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন গোয়াল গাঁও গ্রামে প্রবেশ সড়কের সিকদার বাড়ির সামনে রাস্তার উপরে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি নির্মাণের ফলে জনচলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

জানা গেছে, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ গজারিয়া জোনাল অফিসের আওতায় প্রায় চার বছর আগে উপজেলার হোসেন্দী ইউনিয়নের গোয়াল গাঁও সড়কের সড়কের উপরে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়েছে। ফলে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও যেকোনো ধরনের যানচলাচলে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে।

স্থানীয় লোকজনের দাবি, পল্লী বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারেরা ওই সময়ে গাফিলতি করে রাস্তার উপরে বিদ্যুতের লাইনটি স্থাপন করেন। বর্তমানে ওই লাইনটি পাঁচ ফুট দূরে সরিয়ে দিতে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :