গজারিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় আব্দুল মান্নান সরকার শায়িত

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০২ PM, ২২ অগাস্ট ২০২১

গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া সরকার বাড়ি নিবাসী বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য আব্দুল মান্নান সরকার শায়িত হলেন রাষ্ট্রীয় মর্যাদায়।

আজ রবিবার ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ বিকেল ৫.২৫ মিনিটে মধ্য বাউশিয়া ঈদগাহ্ েনামাযের জানাজা শেষে ঈদগাহ্ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যু কালে তিনি স্ত্রী,চার কন্যা সহ অসংখ্য শুভাঙখী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারকে দাফনের আগে গজারিয়া থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী,গজারিয়া থানা পুলিশের ওসি(তদন্ত) মোঃমুক্তার হোসেন,এস,আই কামাল উদ্দীন এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা।

আপনার মতামত লিখুন :