গজারিয়ায় যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার-১

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৬ PM, ০৮ জুন ২০২১

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক স্কুল ছাত্র’কে হাত পা বেঁধে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ জাকির দেওয়ান (৩০) বাউশিয়া ইউনিয়নে পুরাচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের মোঃ সিদ্দিক দেওয়ানের ছেলে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গজারিয়া থানা পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মুরগাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাকির দেওয়ান কে আটক করে।

এর আগে ২৪ শে এপ্রিল দুপুরে যৌন নির্যাতনের শিকার স্কুল ছাত্রর মা বাদী হয়ে ২৭ এপ্রিল গজারিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে জাকির দেওয়ান পালাতক ছিলেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন বলেন, মো. জাকির মামলার পর থেকে পলাতক ছিল। তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য. গেল ২৫ এপ্রিল দুপুরে বাউশিয়া ইউনিয়নে পোড়াচক বাউশিয়া পুর্ব নয়াকান্দী গ্রামে প্রতিবেশী জাকির দেওয়ান শিশুটিকে বড় বড় আম দেয়ার কথা বলে ডেকে নিয়ে গামছা দিয়ে হাত-পা ও মুখ বেঁধে যৌন নির্যাতন করে জাকির। পরে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ২৭শে এপ্রিল গজারিয়া থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন :