গজারিয়ায় যৌতুকের জন্য দুই সন্তানের জননীর উপর নির্যাতন

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪০ PM, ২২ অগাস্ট ২০২১

গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের (খাড়াকান্দি) তে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ।

অভিযোগকারী সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল আনুমানিক ৮:৩০ ঘটিকায় উপজেলার টেংগারচর গ্রামের খাড়াকান্দি সাকিনস্থ বিবাদী মোঃফেরদৌস (২৮), মোঃনাইম (২৫), মোঃ সালাউদ্দিন (২২), লিপি আক্তার (২০) সর্ব পিতা মোঃআব্দুর রহমান,হালিমা বেগম (৪৫)স্বামী-আব্দুর রহমান এর বসত বাড়ীতে থাকা অবস্থায় সাংসারিক ও পারিবারিক বিষয় নিয়ে গালিগালাজ ও ঝগড়ার সূত্রধরে গৃহবধূ,দুই সন্তানের জননী সাবিকুন নাহার (২৩)এর উপর এলোপাথাড়ি কিল,ঘুষি,লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম ও ধারালো বটি দা দিয়ে হত্যার উদ্দ্যোশে মাথায় কোপ মারিয়া মাথার ডান পাশে গুরুতর রক্তাক্ত জখম করে।জানা যায়, দীর্ঘদিন যাবৎ যৌতুকের জন্য পারিবারিক অশান্তি চলে আসছিল।স্থানীয় লোকজন নির্যাতিতার আতœ চিৎকারে এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন।

নির্যাতিতা সাবিকুন নাহার উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মোঃ বাচ্চু ফকির এর মেয়ে।
এ বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক মোঃ সবুজ মিয়া জানান,উভয় পক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি,তদন্ত সাক্ষেপে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :