গজারিয়ায় মাসব্যাপী কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিল এর সমাপনী উপলক্ষে আলোচনা সভা

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২০ PM, ৩১ অগাস্ট ২০২১

মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকাবহ আগষ্ট মাসব্যাপী কোরআন তেলোয়াত, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণের সমাপনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত গজারিয়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো.আবু তালেব ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মহসিন চৌধুরী, গজারিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ ফরাজীসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :