গজারিয়ায় মাদকসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকসহ সাবেক ছাত্রলীগের নেতা কাউছার প্রধান কে
গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-১০। এসময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ও ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃত কাউছার প্রধান উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ভবেরচর দক্ষিণ পাড়া মহল্লার শহিদুল হক প্রধানের ছেলে।
রোববার দিবাগত রাত আড়াই টার দিকে ভবেরচর ইউনিয়নের ভবেরচর দক্ষিণ পাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১০ ডিএডি মো. তরিকুজ্জামান জানায়, গজারিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল মাদক ব্যবসায়ী কাউছার প্রধান। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ভবেরচর দক্ষিণ পাড়া প্রধান বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে ১৭পিস ইয়াবা ও ৪৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
এদিকে মাদক ব্যবসায়ী সাবেক ছাত্রলীগ নেতা কাউছার প্রধানের গ্রেফতারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও গাঁ ঢাকা দিয়েছে তার সহযোগীরা।
র্যাবের পক্ষ থেকে এ ঘটনায় মো. তরিকুজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন।