গজারিয়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২১ পালন

৬ জুন ২০২১ রবিবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া উপজেলা ভূমি অফিস প্রঙ্গনে সকাল ১১ টায় ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল এই শ্লোগান কে সামনে রেখে ৬ জুন হতে ১০ জুন পর্যন্ত ১ সপ্তাহ ব্যাপি সারাদেশের ন্যায় এক যোগে গজারিয়ায় পালন করা হচ্ছে ভূমি সেবা সপ্তাহ –২০২১। এই ডিজিটাল সেবা সমূহের মধ্যে থাকছে ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে ২ নং রেজিস্ট্রারে রেজিষ্ট্রেশন, ই- নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের প্রবেশমুখে নামজারির প্রবাহচিত্র স্থাপন করার ব্যবস্থা গ্রহণ , নামজারি/জমাভাগ/খারিজ করতে মোট খরচ ১১৭০/- ( এক হাজার একশত সত্তর ) টাকা লিখিত সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা গ্রহণ, কি কি সেবা দেয়া হয় সেই সেবা সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড স্থাপন করার উদ্যোগ গ্রহণ, ডিসিআর ও খতিয়ান প্রদান ইত্যাদি সেবসসমূহ প্রদানের ব্যবস্থা।
ভূমি সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধন করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব জিয়াউল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব সৈয়দা ইয়াসমিন সুলতানা। আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা ভূমি অফিস এর কানুনগো সায়েদুল ইসলাম খান, সার্ভেয়ার মোঃ মনিরুল ইসলাম, অফিস সহকারী আনোয়ার হোসেন, ফরিদা ইয়াসমিন, সেলিম খান, খোরশেদ আলম, নুর আলম, ফয়েজ আহম্মেদ, শিরিন আক্তার সহ প্রমুখ।