গজারিয়ায় বৃষ্টি হওয়ার জন্য দোয়ায় বাঁধা দেয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বৃষ্টি হওয়ার জন্য একটি জামে মসজিদের ইমাম দোয়া করিলে বাঁধা ও ইমামকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে জামাল উদ্দিনের বিরুদ্ধে।
অভিযুক্ত জামাল উদ্দিন উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিণগর এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
গেল সপ্তাহ মঙ্গলবার আছর নামাজ শেষে শান্তিণগর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গত সোমবার বিকালে গজারিয়া থানা একটি অভিযোগ দায়ের করেন শান্তিণগর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া।
জানাগেছে, মঙ্গলবার (২৭ এপ্রিল) আছরের নামাজ শেষে মসজিদের ইমাম অত্র এলাকার ধর্মপ্রান মুসল্লিদের উদ্দেশ্যে দোয়া করে এবং এলাকায় বৃষ্টি হওয়ার জন্য দোয়া করলে উল্লেখিত এলাকার বাসিন্দা জামাল উদ্দিন বাধা প্রদান করে মসজিদের ইমামকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করে।
এ ঘটনায় শান্তিণগর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া সোমবার বিকালে জামাল উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪ থকে ৫জনের বিরুদ্ধে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অপারেশন ওসি মো. মুক্তার হোসেন জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।