গজারিয়ায় বিচারে হামলা,নারীর শ্লীলতাহানী ও দশ লক্ষ টাকা লুট। আহত-৪

গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে শালিস বৈঠকে হামলা চালিয়ে নারীর শ্লীলতাহানী,দশ লক্ষ টাকা লুট,মোটর সাইকেল ভাংচুরসহ আহত ৪জন।
অভিযোগকারী সূত্রে জানা যায়,গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ঘটিকায় পূর্ব বিরোধ নিষ্পত্তির জন্য উপজেলার পোড়াচক বাউশিয়া সাকিনস্থ সাবেক চেয়ারম্যান আঃমান্নান দেওয়ান(মনা)র বাড়ীতে এক শালিস বৈঠকে বসে।শালিস বিবাদী পক্ষের মন মত না হওয়ায় মনা চেয়ারম্যান এর বড় ভাই মোঃহান্নান দেওয়ান এর নেতৃত্বে ১৫/২০জন এর একটি দল দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে আকস্মিক হামলা চালিয়ে একই গ্রামের আঃকাদির প্রধান এর তিন ছেলে ১.মোঃফরহাদ প্রধান(৩৩), ২.মোঃশাহাদাৎ প্রধান(৩৬) ৩.আতাউর (২৭)কে এলোপাথাড়ি পিটাইয়া নীলাফুলা জখম ও একজনের হাড় ভাংগা জখম করেন,এ সময় তাঁদের বাঁচাতে এগিয়ে আসলে সাহিদা আক্তার (৫০)স্বামী-মুকবুল হোসেন নামে এক নারীর কাপড় ধরিয়া টানা হিচড়ে করিয়া শ্লীলতাহানী,সোনার চেইন ছিনতাই ও নীলাফুলা জখম করেন।এ সময় একটি মোটর সাইকেল ভাংচুর ও শাহাদাৎ এর কাছে থাকা ব্যবসায়ীক দশ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে গজারিয়া থানার এস,আই মোঃমাঈনউদ্দীন জানান,আমরা দু’পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি,প্রাথমিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।