গজারিয়ায় বাউশিয়া ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০৯ PM, ১০ মে ২০২১

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ও করোনা পরিস্থিতির কারণে আর্থিক সংকটে পড়া মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে হতদরিদ্র নিম্ম আয়ের তালিকাভুক্ত ১৬০০ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে বাউশিয়া ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।

বিতরণ অনুষ্ঠানে বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি প্রমুখ।

মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি করোনা (কোভিড-১৯) মোকাবেলায় সকলকে মাস্ক ব্যবহার নিশ্চিত করে ঘরে থাকতে এবং জরুরী প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন।

উল্লেখ্য, দেশজুড়ে করোনা (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন চলছে। এতে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। সার্বিক এ পরিস্থিতি বিবেচনায় সরকারের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে সাড়া দিয়ে এবং মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপির দিক নির্দেশনায় সরকারি সহয়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন মানুষের পাশে গতবারের ন্যায় এবারও দাঁড়িয়েছেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান।

আপনার মতামত লিখুন :