গজারিয়ায় বাউন্ডারি দেয়াল নির্মাণে বাধা দেয়ার অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় জমির বাউন্ডারি দেয়াল নির্মাণে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে একটি কোম্পানির বিরুদ্ধে।
এ নিয়ে একাধিকবার সালিশ হলেও দেয়াল করতে পারছেন না বলেও অভিযোগ তুলেছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের বাসিন্দা ওসমান গনি প্রধাান।
ভুক্তভোগী ওসমান গনি প্রধানের ছেলে ইপু প্রধান জানান, আমার বাবা ওসমান গনি প্রধান বড় রায়পাড়া মৌজার আর এস খতিয়ান নং ৩১১৬, ৩১১৫ দাগে ১৭ শতাংশ জমি ক্রয় করেন। পরে ওই জমিতে তিনি বিভিন্ন ফলজ বৃক্ষ রোপন করেন। ওই জমির দক্ষিণ দিকে নির্মাণ হয় সীমানা প্রাচীর। তবে বাকি অংশে দেয়াল নির্মাণ কাজে রহস্যজনক কারণে বাধা দেয় ওই জমির পার্শ্ববর্তী জমির মালিক প্রোভিটা কোম্পানির লোকজন।
এ নিয়ে দফায় দফায় সালিশ হয়। একপর্যায়ে
চলতি বছর জুন মাসে ২৭ তারিখে এক সালিশে বৈঠকে স্থানীয় চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, ইউপি সদস্য মুক্তার হোসেন, বিল্লাল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমাদের জমি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এরই পরি পেক্ষিতে সোমবার উক্ত জমির বাকি অংশে দেয়াল নির্মান করতে গেলে থানা পুলিশ দিয়ে বাঁধা প্রদান করে।
তবে দেয়াল নির্মান কাজে বাঁধা প্রদান প্রসঙ্গে গজারিয়া থানার এসআই নুরুল হুদা বলেন, জমিতে দেয়াল নির্মান কাজ কে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে ঘটনা ঘটতে পারে এমন খবরে ওসি স্যারের নির্দেষে ঘটনার স্থলে যাই।