গজারিয়ায় ফসলি জমিতে জোরপূর্বক বালু ভরাট, জমি মালিকদের প্রতিবাদ সভা ও মানববন্ধন

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় তিন ফসলি জমিতে জোরপূর্বক ভাবে বালু ভরাট করার প্রতিবাদে জমির মালিক মানববন্ধন কর্মসূচি পালন করছে। মঙ্গলবার দুপুরে ভবেরচর ইউনিয়ন আনারপুরা গ্রামের ভুক্তভোগী জমির মালিকদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে আখতারুজ্জামান জানান উমেদার কান্দি মৌজা বসুন্ধরা গ্রæপের বালু ভরাট প্রকল্পে একই গ্রামের শফিউল্লাহ প্রধানের ছেলে শাওন ভবের চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন জমির মালিকদের জমিতে জোরপূর্বক ভাবে বালুঘাট করে যাচ্ছে বালু মহল সিন্ডিকেট দল। অবৈধ বালু ভরাট বন্ধ রাখার প্রসঙ্গে ভুক্তভোগী কৃষক জমির মালিক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ,উপজেলা পরিষদ এবং গজারিয়া থানা অফিসার ইনচার্জ বরাবর স্মারনলীপি জমা দিয়েছেন।
গজারিয়া উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম জানান গতকাল সোমবার ভবেরচর ইউনিয়ন আনারপুরা গ্রামের জমির মালিক উপজেলা চেয়ারম্যান বরাবর একটি স্মারনলীপি জমা দিয়েছেন। জোরপূর্বক ভাবে বসুন্ধরা গ্রæপ কোম্পানির বালুঘাট প্রকল্পে আনারপুরা গ্রামের শফিউল্লাহ মেম্বারের ছেলে শাওন এবং ভবের চর ইউনিয়ন আওযামী লীগ সভাপতি শাহ আলমের নেতৃত্বে বালুরঘাটের অভিযোগ গ্রামবাসী জানিয়েছেন। বিষয়টি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনিকভাবে গ্রামবাসীর স্মারনলীপি যথাযথ বিভিন্ন দপ্তরে পৌছে দেওয়া হয়েছে। অভিযুক্ত শফিউল্লাহ মেম্বার জানান বসুন্ধরা গ্রæপ অব কোম্পানির ক্রয় কৃত জমিতে বাল ভড়াটের কাজ চলছে। ক্রয় বিহীন কোন জমিতে বালু ভরাট হয় নাই এবং ভবিষ্যতেও বালু ভরাট করা হবে না। অপরদিকে ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ আলম জানান বসুন্ধরা গ্রæপের বালু ভরাট প্রকল্পের শুধু বালু ফেলার দায়িত্ব আমি পেয়েছি। কোম্পানির চিহ্নিত জায়গা ছাড়া অন্য স্থানে বালু ভরাট হয় নাই।