গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত -৫

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩২ PM, ১১ অগাস্ট ২০২১

পূর্ব শত্রুতার জের ধরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে আড়ালিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ
৫ জন আহত হয়েছে।

গতকাল বুধবার সকাল ৮ টার দিকে আড়ালিয়া বাজার এলাকায় রাজ্জাক মার্কেট এর সামনে মো. রুবেল ও রহিম বাদশার দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মিছির আলী (৫৫), চাঁন বাদশা(৩২), আলী আকবর(৪১) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত মো. মোতালেব মিয়া (৪৫) কে নারায়ণগঞ্জের সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকী আহত নাছিমা বেগম (৬০) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানিয়েছেন মো. রুবেল ও রহিম বাদশার দুই পক্ষের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলে আসছিলো। গতকাল বুধবার সকালে
আড়ালিয়া রাজ্জাক মার্কেটের শান্ত ট্রেডার্স
স্বত্বাধিকারী মো. রুবেল ও রহিম বাদশার মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

গজারিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান খবর পাওয়ার পর পরই ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মো. রুবেল এর ভাই
দেলোয়ার হােসেন একটি অভিযোগ দায়ের করেছে।

আপনার মতামত লিখুন :