গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে হামলা, আহত-৬

গজারিয়ার হোসেন্দী ইউনিয়নে পূর্ব শক্রতার জের ধরে হামলায় ৬জন আহত হয়েছে।
গতকাল রবিবার আনুমানিক ৬ঘটিকায় হোসেন্দী ইউনিয়নের চরবলাকী শহীদ নগর হাই স্কুল সংলগ্ন রাস্তায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
অভিযোগকারী সূত্রে জানা যায়,পূর্ব শক্রতায় দীর্ঘদিন যাবৎ স্থানীয় একটি প্রভাবশালী মহলের সাথে বিরোধ চলে আসছিল।তাঁরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যার পূর্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোঃমজু সরকার এর ছেলে নবী সরকার এর উপর অতর্কিত হামলা চালায়,এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে আসলে ৫জন আহত হন।
আহতরা হলেন ১.সুনু সরকার(৭৫), পিতা-কাজিম উদ্দিন সরকার ২.মোঃআলাল মিয়া(৩৬)পিতা-মৃত দুলাল মিয়া ৩,জয় সরকার(১৫)পিতা-মোঃনবী সরকার ৪, সোহেল মিয়া(৩৫)পিতা-আব্দুল হান্নান ৫.হেলানুর (৩২)পিতা-আব্দুল হান্নান।
জানা যায় অপর পক্ষের মোঃ মোশারফ হোসেন(৩৮)পিতা আব্দুল বাতেন হামলায় আহত হন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইন চার্জ মোঃ রইছ উদ্দীন জানান,উভয় পক্ষের অভিযোগ পেয়েছি,প্রাথমিক তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।