গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে কভারভ্যান, আহত-১

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন জামালদী-হোসেন্দী সড়কে মালবাহী কভারভ্যান নিযন্ত্রণ হারিয়ে গুড়িয়ে দিলো চায়ের দোকান। এসময় চায়ের দোকান মালিক বাক প্রতিবন্ধি আজাহারুল আহত হয়েছে।
সোমবার দুপুরে জামালদী-হোসেন্দী সড়কে সিকিরগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘযানজনট দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সামুদা কেমিক্যাল কোম্পানির মালবহনকারী একটি কভারভ্যান (চট্ট মেট্টো-ট-১১-৬১৭৪) দুপুরে সামুদা কেমিক্যাল কোম্পানিতে যাওয়ার সময়। সিকিরগাঁও এলাকা কভারভ্যান’টি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে সড়কের পাশে চায়ের দোকনের ভিতর সজোরে অঘাত করে। এতে দোকানে বসে থাকা দোকান মালিক আহত হয়। এসময় দুটি ফ্রিজ, দোকানের সাটার ও পাকা ঘরের কিছু অংশ ভেঙ্গে একটি পিলারে গিয়ে আটকে যায়। এসময় স্থানীয়রার আহত অবস্থায় বাক প্রতিবন্ধি আজাহারুলকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেন।
এদিকে জামালদী-হোসেন্দী সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সামুদা কেমিক্যাল কোম্পানির দায়িত্বরত একাধিক সিকিউরিটি এক ঘন্টা চেষ্টার যানবাহন চলাচল স্বাভাবিক হয়।