গজারিয়ায় দুই ছিনতাই কারি আটক

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৪ PM, ২২ মে ২০২১

শুক্রবার সন্ধ্যায় (২১) ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ভবেরচর বাসস্ট্যান্ড থেকে একটু পূর্বে মতলব সিএনজি স্টেশন এলাকা থেকে গজারিয়া থানার এসআই শেখ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ছিনতাই হওয়ার সময় ঘটনাস্থল থেকে ছিনতায়ের সাথে জড়িত মোঃ ফয়সাল আহম্মেদ (২৩), পিতা- আঃ মজিদ, ও মোঃ ফাহিম মিয়া (১৮), পিতা-মোঃ আলী আহম্মদ উভয় গ্রাম-চর বাউশিয়া বড়কান্দি, উপজেলা গজারিয়া এই দুইজন ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল নং-ঢাকা মেট্রো ল-২৭-২৯৬৯ আটক করে।

এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন জানান এরা পেশাদার ছিনতাই কারির সদস্য এদের মামলা প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।

আপনার মতামত লিখুন :