গজারিয়ায় জলাশয় রক্ষা, অবৈধ দখল মুক্ত করার জন্য স্থান পরিদর্শন ও মত বিনিময়

গজারিয়া উপজেলায় সরকারী জায়গা অবৈধ দখল মুক্ত করণ ও শত বছরের জলাশয় রক্ষার দাবিতে আন্দোলনরত গ্রামবাসীর সাথে মত বিনিময় ও স্থান পরিদর্শন করেছে গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
আজ বৃহস্পতি বার সকাল ১১ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা চেয়ারম্যান বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দী গ্রামবাসীর কথা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাৎক্ষণিক স্থান পরিদর্শন করেন।
সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,চর বাউশিয়া বড়কান্দী গ্রামের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দক্ষিন পাশ থেকে শুরু করে উত্তর দিকের আনুমানিক দশ একর সরকারী জায়গা দখল করে নিয়েছে স্থানীয় প্রভাবশালী মহল।যার বর্তমান বাজার মূল্য শত কোটি টাকা।যা উদ্ধার না করে স্থানীয় প্রশাসন জলাশয় /ডোবা ভরাট করে সরকারী কাজ করার উদ্যোগ নিয়েছে।প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে গ্রামবাসী আন্দোলন করে আসছিল।
মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউঃপিঃআওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান সরকার, সাঃসম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব,বালুয়াকান্দি ইউঃপিঃ আওয়ামী লীগের সভাপতি মোঃহাবিবুর রহমান, ইমামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন,উপজেলা ছাত্রলীগ এর সাঃসম্পাদক আহমেদ রুবেল,উপজেলা ছাত্রলীগ এর সাবেক সিনিঃসহ সভাপতি মোঃমহাসিন আহমেদ,বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সভাপতি জুবায়ের জাহাঙ্গীর প্রমুখ।