গজারিয়ায় জলাশয় রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৬ PM, ২৬ জুন ২০২১

মুন্সীগঞ্জের গজারিয়ায় শত বছরের জলাশয় রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার বিকালে টেঙ্গারচর ইউনিয়নে টেঙ্গারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন সড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, টেঙ্গারচর আশ্রায়ন প্রকল্প, সরকারী পুকুর তার সাথে হাই স্কুল এবং পুকুর সংলগ্ন দক্ষিণ পাশে একটি মসজিদ, উত্তর পাশে আরাে একটি মসজিদ, অত্র এলাকার লােকজন, তিনটি মহল্লা ও দুইটি মাদ্রাসার লােকজন এবং আশ্রয়ন প্রকল্পের লােকজন অত্র পুকুরের পানিতে গােসল ছাড়াও পুকুরের পানি শুকনাে মৌসুমে কৃষি কাজেও ব্যবহার করা হয়, পুকুরটি ভরাট করলে অত্র এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যাবে। কিন্ত শত বছরের পুকুর টি উপজেলা প্রশাসন বালু ভরাট করে সরকারি কাজ করার উদ্যোগ নিয়েছে। প্রশাসনের এমন উদ্যোগকে ন্যাাক্কার জনক বলে, সিদ্ধান্ত পরিবর্তন করে জলাশয় রক্ষার দাবী জানান তারা। মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। এসম মানববন্ধনে এলাকার নানা শ্রেণীর প্রায় এক হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন।

মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন, টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়িক এখলাছুর রহমান, টেঙ্গারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনিছুর রহমান সরকার, ইউপি সাবেক সদস্য মহিউদ্দিন মিয়াজি, ডাঃ মতিন সরকার,উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল দায়ান সরদার প্রমুখ।

আপনার মতামত লিখুন :