গজারিয়ায় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২১ PM, ১৪ জুন ২০২১

শিক্ষা শান্তি প্রগতি-ছাত্রলীগের মূলনীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বাউশিয়া ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে মনারকান্দি গ্রামে ফারুক মৌলভির বাড়ির প্রঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল মিয়াজি বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাকিব মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমদ রুবেল।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাউশিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল শেখ, সাধারণ সম্পাদক মো. মাহফুজ মিয়া, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ মো. মোসলেম উদ্দিন মাস্টার।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম অশ্রু, বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহিন পাঠান, সাবেক সাধারণ সম্পাদক নয়ন সরকার প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, বর্তমান গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমদ রুবেল এর নেতৃত্বে বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগ অনেক শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে সেজন্য তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানায় । সম্মেলনে ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। এর আগে ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে বিভিন্ন মহল্লা থেকে নেতা নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে সম্মেলন স্থলে স্লোগান দিতে থাকে।

আপনার মতামত লিখুন :