গজারিয়ায় ছাত্রদলের ছয় ইউনিয়নের কমিটি গঠন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গেলো শনিবার গজারিয়া উপজেলার হোসেন্দী, ইমামপুর, গুয়াগাছিয়া, বাউশিয়া, টেঙ্গারচর ও গজারিয়া ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব নাদিম মাহমুদ (অপু)’র যৌথ স্বাক্ষরে ওইসব কমিটি অনুমোদিত হয়।
হোসেন্দী ইউনিয়নে মো. উজ্জ্বল সরদার কে সভাপতি ও ফরহাদ মোল্লা কে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট,ইমামপুর ইউনিয়নের মাসুদুর রহমান কে সভাপতি ও মাসুম সিকদার কে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট, গুয়াগাছিয়া ইউনিয়নে মো.সবুজ কে সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট, বাউশিয়া ইউনিয়নে মো.শহিদ হোসাইন কে সভাপতি ও নাসির উদ্দীন কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট, টেঙ্গারচর ইউনিয়নে চঞ্চল শেখ কে সভাপতি ও মো. আকাশ কে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট, এবং গজারিয়া ইউনিয়নে মো. শরীফ হোসেন কে সভাপতি ও ফরহাদ হোসেন কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এসময় হোসেন্দী ইউনিয়ন ছাত্রদলের নব-গঠিত কমিটির সভাপতি মো: উজ্জ্বল সরদার বলেন অবরুদ্ধ গনতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবির আন্দোলনকে বেগবান করার লক্ষে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেটা যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো।