গজারিয়ায় গুলি খেলাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রী কর্তৃক শিশু নির্যাতন

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪১ PM, ১৮ মে ২০২১

গজারিয়া উপজেলায় ইমামপুর ইউনিয়নে কালীপুর গ্রামে মিন্টু মিয়ার মুদি দোকানে গুলি খেলাকে কেন্দ্রকরে পাভেল(৬) শিশুকে নির্যাতন করা হয়।

পত্যক্ষ সুত্রে জানা যায় কালী পুরা গ্রামের সৌদি প্রবাসির স্ত্রী আমেনা বেগম (৩২)তার ছেলে আল আমিন (১০)সাথে পাভেল (১০)মিন্টুর মুদি দোকানের পাসে গুলি খেলতেছিল।এক পর্ষায়ে দুইজনের মধ্যে ঝগড়া বাধে।পরে সৌদি প্রবাসীর স্ত্রী ইট নিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে ফেলে।পরে রক্তাক্ত অবস্হায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।এ ব্যপারে গজারিয়া থানায় শিশু পাভেলের মা ফাতেমা বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।গজারিয়া থানার ডিউটি অফিসার কামাল উদ্দিন বলেন এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্হা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :