গজারিয়ায় গণহত্যা দিবস পালিত

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৫ PM, ০৯ মে ২০২১

মুন্সীগঞ্জের গজারিয়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি কেন্দ্র করে রোববার বিকাল ৩টার দিকে গজারিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে উল্লেখিত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা শেষে গোসাইরচর গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

উক্ত আলোচনা সভায় গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুতালেব ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)সৈয়দা ইয়াসমিন সুলতানা প্রমুখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গজারিয়া মুক্তিযোদ্ধা শহীদ পরিবার কল্যাণ পরিষদের সভাপতি মহিউদ্দিন ঠাকুর সহ শহীদ পরিবারের সদস্যগণ।রআলোচনা সভা শেষে গজারিয়া ইউনিয়ন শহীদ কল্যাণ পরিষদ শহীদদের স্মরণে গোসাইরচর গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

আপনার মতামত লিখুন :