গজারিয়ায় করোনাকে উপেক্ষা করে পর্যটকদের ভিড়

জুয়েল দেওয়ান
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০২ AM, ০৬ অগাস্ট ২০২০

পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে করোনা ভাইরাস সংক্রমনকে উপেক্ষা করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নে দৌলতপুর ও ষোলঅানী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত কেন্দ্র নির্মাণ প্রকল্পে মেঘনা নদী তীরবর্তী সম্প্রতি ষোলঅানী সৈকত হিসেবে পরিচিতি এলাকায় বিনোদন পিয়াসী হাজারো মানুষের উপচেপড়া ভিড়।
ঈদের দিন বিকাল থেকে প্রতিদিন শতাধিক নৌকা নিয়ে মাইক, সাউন্ডবক্র বাজিয়ে বিয়ের সাজে সজ্জিত হয়ে বিনোদন পিয়াসীরা ষোলআনি সৈকতে ঈদ উদর্যাপন করছেন। যে যার মতো গান-বাজনা করে আনন্দ উপভোগ করছেন। তাদের মনে নেই কোন করোনার ভয়।
নারায়ণগঞ্জ থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা তরুণদের সংগঠন জাগারণ যুব সংঘের দলপতি কামরুল ইসলাম বললেন, করোনার শুরু থেকে ঘরে থাকতে থাকতে অতিষ্টা হয়ে উঠেছিলাম। তাই ঈদ উলক্ষে করোনার ভয়কে উপক্ষো করে দৌলতপুর ও ষোলআনী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত কেন্দ্র নির্মাণ প্রকল্পে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেছি।
বুধবার বিকালে পরিবার পরিজন নিয়ে ষোলআনী সৈকত উপভোগ করতে আসা সোনারগাঁও থেকে ব্যাবসায়ী ফারুক মিয়া আসেন তিনি জানান, ঘরে থাকতে থাকতে আর ভাল লাগছিল না। তাই করোনার ভয়কে উপক্ষো করে সুরক্ষা সামগ্রী পড়ে ষোলআনী সৈকত দেখতে আসছেন।
দৌলতপুর গ্রামের ছাত্রলীগের নেতা আরমান বলেন, স্থানীয় এলাকাবাসীসহ অাশপাশের কয়েকটি উপজেলার মানুষের অবসর বা ছুটি কালীন বিনোদন কেন্দ্রে পরিনত হয়েছে মনোমুগ্ধকর দৌলতপুর ও ষোলঅানী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত কেন্দ্র। বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে সমাগতদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বিষয়টি অনুপস্থিত। এ যেনো গজারিয়াবাসীসহ অাগত মানুষের জন্য গোদের ওপর বিষ ফোড়া না হয়।

আপনার মতামত লিখুন :