গজারিয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গজারিয়া উপজেলায় গজারিয়া উপজেলা আইন শৃঙ্খালা কমিটি ও উপজেলা সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১ঘটিকায় গজারিয়া উপজেলা সভাকক্ষে আইন শৃঙ্খালা কমিটির সভা ও উপজেলা সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির আলোচনা করছে গজারিয়া উপজেলা প্রাশাসন।
গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম,সহকারী কমিশনার(ভূমি) সৈয়দা ইয়াছমিন সুলতানা,গজারিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, গজারিয়া সরকারী কলেজ এর অধ্যক্ষ মোঃশহিদুল ইসলাম,গজারিয়া উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি হাজী মোঃ মহসিন চোধুরী, দৈনিক মুন্সীগঞ্জে কাগজের সম্পাদক মোহাম্মদ আরফিন,গজারিয়া থানা তদন্ত অফিসার তানবির আহাম্মেদ,গজারিয়া হাইওয়ে থানার (ওসি) শাহজালাল বাবুল, গজারিয়া তদন্ত কেন্দ্রের ইনর্চাজ জাহিরুল,বাউশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন,গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তালেব বিজয় টিভি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, সহ গজারিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ।