গজারিয়ায় অবৈধ জায়গা দখল মুক্ত ও জলাশয় রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকারী অবৈধ জায়গা দখল মুক্ত করন ও শত বছরের জলাশয় রক্ষার দাবিতে মানববন্ধন করেছে
এলাকাবাসী।
বুধবার বিকালে বাউশিয়া ইউনিয়নে চরবাউশিয়া বড়কান্দি গ্রামে হিরু বেপারীর সামনে সড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, চরবাউশিয়া বড়কান্দি গ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ থেকে শুরু করে উত্তর দিকের সম্পূর্ণ সরকারি জায়গা দখল করে নিয়েছে ওই এলাকার প্রভাবশালী মহল। কিন্ত কয়েকশ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার না করে উপজেলা প্রশাসন ডোবা ভরে সরকারি কাজ করার উদ্যোগ নিয়েছে। প্রশাসনের এমন উদ্যোগকে ন্যাাক্কার জনক বলে, সিদ্ধান্ত পরিবর্তন করে সরকারি সকল জায়গা উদ্ধার করার জন্যও তারা দাবী জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।
মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আহমদ রুবেল, বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল মিয়াজি বাবু, এলাকার আলী আহম্মদ, আবুল কাশেম, শিরিনা বেগম, রোশনা খাতুনসহ এলাকার প্রায় তিন শতাধিক নানা শ্রেণীর মানুষ।