গজারিয়ার আলোচিত কব্জি কাটা মামলার অন্যতম আসামী কাদির গ্রেফতার

গজারিয়া থানার ৬ মামলার আসামী টেঙ্গারচর ইউনিয়নের আলোচিত রুবেলের হাতের কব্জি কেটে উল্লাস করার ঘটনায় গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলো আব্দুল কাদির (২৫), সে বৈদ্যেরগাও গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ওসি মো: রইছ উদ্দিন। তবে এখন পর্যন্ত উদ্ধার হয়নি কেটে ফেলা হাতের কব্জি।
দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টায় ইনস্পেক্টর অপারেশন মো: মোক্তার হোসেনের নেতৃত্বে এসআই কামরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নারায়নগঞ্জ ডিআইটি মার্কেটের সামনে থেকে কাদিরকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গজারিয়া থানায় ৬টি মামলা রয়েছে। সন্ত্রাসী এলাকার ত্রাস আব্দুল কাদিরকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ সূত্রে জানা যায়, টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্যেরগাও এলাকার আলোচিত রুবেলের হাতের কব্জি কেটে উল্লাস করেছে। সেই ঘটনায় গজারিয়া থানায় মামলা ১৩ সেপ্টেম্বর ২০২০ সালে মামলা হয়। তবে আশ্চার্যের বিষয় হলো ৯মাসেও রুবেলে হাতের কাটা কব্জির হাত উদ্ধার করতে পারেনি পুলিশ।