গজারিয়ায় আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মানের অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মান কাজ চালানোর অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামের মৃত রমিজ উদ্দিনের মেয়ে ফাতেমা বেগম গং উমেদের কান্দি মৌজাস্থিত আর এস খতিয়ান নং- ৬৫,১৭৬,২২৫ , সি এস খতিয়ান নং- ৪০,০৯ , এস এ খতিয়ান নং- ৪৩ , আর এস দাগ নং- ৮৯ , ৯০ , সি এস ও এস এ দাগ নং ৩৩৬,৩৪১ রকম- বাড়ী , সর্বমােট ২৭ শতাংশ ভূমি পৈত্রিক সুত্রে দখলে আছেন।
প্রতিপক্ষ আনারপুরা গ্রামের মৃত আমুদ আলী পুত্র আঃ রাজ্জাক ও আঃ রাজ্জাকের ছেলে
আবির অবৈধ দখল নিয়ে সম্পত্তিতে ভবন নির্মান করতে গেলে তার বিরুদ্ধে পি-১০০/২০২১ (গজা) ধারা-১৪৫ ফৌঃকাঃবিঃ মামলা দায়ের করেন ফাতেমা বেগম।
কিন্তু ২য় পক্ষ আঃ রাজ্জাক গং গত শনিবার সকালে প্রতিপক্ষ লোকজন বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে নালিসী সম্পত্তির উপর ভবন নির্মাণের কাজ পুনরায় শুরু করেন। পরে বাধ্য হয়ে রোববার সকালে ফাতেমা বেগমের ভাই হাজী আবুল হােসেনের ছেলে মিজানুর রহমান থানাকে বিষয়টি অবহিত লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন জানান, পুলিশ ঘটনার স্থলে পরিদর্শন গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। তদন্তের প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।