গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

আমিরুল ইসলাম নয়ন
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৩ PM, ০৪ অগাস্ট ২০২১

গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া এলাকায় শাহশের আলী ডক ইয়ার্ড সংলগ্ন মেঘনা নদীর পাড়ে বিদ্যুৎস্পিষ্ট হয়ে এক বাল্কহেড শ্রমিকের নিহত হওয়ার খবর পাওয়া।

জানা যায়,আজ বুধবার দুপুর ২ঘটিকায় গোপালগঞ্জ ছেড়ে আসা এমবি মা-বাবার দোয়া বাল্কহেডের পাংখা ভেঙ্গে গেলে তা খুলে কাজ জন্য শাহশের আলী ডক ইয়ার্ড সংলগ্ন মেঘনা নদীর পাড়ে নোঙর করে,আকস্মিক কাজ করার সময় বাল্বহেডের ইঞ্জিন মিস্ত্রী মামুন মিয়া(৩০) বিদ্যুৎস্পর্শে আহত হলে তাকে উদ্ধার করে জামালদী বাস ষ্টান্ডে অবস্থিত শুকরিয়া ডায়গনিক সেন্টার নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। সেখান থেকে গজারিয়া থানা পুলিশ লাশ নিয়ে আসে। বাল্কহেডের আরেক শ্রমিক সুমন বলে আমি মামুন ভাইয়ের সাথে একসাথে কাজ করতে ছিলাম হঠাৎ আমার শরীরে ঝাঁকুনি দিলে আমি সরে দাঁড়ায় আমি মনে করেছিলাম মামুন ভাই সরে গেছে কিন্তু ব্ল্যাক হেড এর পেছনে ওনাকে না পেয়ে আমি আত্ন চিৎকার দিলে সবাই এসে উনাকে পানি থেকে উদ্ধার করে।এ বিষয় বাল্কহেডের সুকানি এনায়েত মিয়া বাদী হয়ে গজারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেন।নিহত মামুন মিয়া ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার তেতুলিয়া গ্রামের মিজানুর রহমান এর ছেলে।

এ বিষয়েগজারিয়া থানার এসআই কামরুল ইসলাম বলেন,বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু হয়েছে।
সার্বিক বিষয়ে গজারিয়া থানা ভারপ্রাপ্ত ওসি তানভীর হাসান বলেন,আমরা খবর পেয়েছি একটি ডায়গনিক সেন্টার থেকে লাশ পেয়েছি এবং ঘটনাস্থলে গিয়েছি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :