গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শামীম সদস্যদের হাতে এসব ঈদ উপহার তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিকুর রহমান ঢালী, গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক নেয়ামুল হক নয়ন, কোষাধক্ষ্য মোয়াজ্জেম হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাবু প্রমুখ।
উপহার সামগ্রীর মধ্যে ছিল, পাঞ্জাবি, গেঞ্জি, লুঙ্গি, পোলাউর চাল, চিনি,তেল,সেমাই, নুডুলস, মেকারুনি, খিচুড়ি মিক্স, হালিম মিক্স, কিসমিস ও কয়েক পদের মসলা।