গজারিয়ায় ট্রলার চলাচল বন্ধ, চাঁদা দাবির অভিযোগ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনার শাখা নদীতে চাদাঁর দাবিতে এক বিএনপিকর্মীর নেতৃত্বে ট্রলার চলার বন্ধের অভিযোগ পাওয়া গেছে । এঘটনায় প্রতিবাদ সভা করে দ্রুত ট্রলার চলাচলের দাবি জানিয়েছে এলাকবাসী ও ট্রলার চালকরা। শুক্রবার সকালে উপজেলার বালুয়াকান্দি আড়ালিয়া বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী জানান, উপজেলার বালুয়াকান্দি এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন বাজার, চিকিৎসা সহ নানা প্রয়োজনে মেঘনার শাখা নদী দিয়ে পাশের রামপুর বাজার সহ কুমিল্লার মেঘনা উপজেলায় যাতায়াত করে। নদী পাড়াপাড়ে এলাকাবাসীর একমাত্র ভরসা ট্রলার। নৌরুটটিতে যাত্রীদের চলাচলে রয়েছি ১৫টি ট্রলার। গত বুধবার বালুয়াকান্দি এলাকার বিএনপি কর্মী রহিম বাদশার নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসীরা এনৌরুটের ট্রলার চলাচলের জন্য ৫লাখ টাকা চাঁদা দাবি করেন ট্রলার চালক সমিটির সভাপতি রফিকুল ইসলামের কাছে। এসময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে ট্রলার চলাচল বন্ধ করে দেয় রহিম বাদশা। এরপর থেকে গত ৩দিন যাবত নদীতে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। এতে একদিকে দূর্ভোগে পোহাতে হচ্ছে স্থানীয় হাজার হাজার গ্রামবাসীকে অন্যদিকে জীবিকা বন্ধে পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন পাড় করছে ট্রলার চালকরা। এঅবস্থায় দ্রুত ট্রলার চলাচল সচলের দাবি জানান স্থানীয় এলাকবাসী।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী শাহ আলম, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিব, আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন প্রধান, সমাজসেবক মহাসিন প্রধান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, ট্রলার চালক মো: রফিকুল ইসলাম, আল্লাবক্স, অলি মিয়া, বিনু, রুবেল, দেলয়ার, দিলবার, সাহাবুদ্দিন,মোসারফ, নজরুল
জনি প্রমুখ।