গজারিয়ার বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

বাউশিয়া আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার বিকাল ৫ঘটিকায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্য্যালয়ে এ ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ইফতার,মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আমিরুল ইসলাম।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃবজলুর রহমান সরকার এর সভাপতিত্বে ও সাঃসম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি,,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী,উপজেলা আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন মাষ্টার,উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আবুল বাশার সজল,আজিজুল হক পার্থ,শাহীন পাঠান,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি ইব্রাহিম খলিল,জেলা ছাত্রলীগ নেতা সজিব খাঁন,বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জুবায়ের জাহাঙ্গীর,ভবেরচর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বেলাল ভূঁইয়া,গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান,উপজেলা ছাত্রলীগ নেতা মোঃরানা সরকার,সেতু খাঁন,আবু জাহিদ রিয়েল,মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভীন আক্তারসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সাঃসম্পাদক বৃন্দ।
ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়।ইফতারের শেষ মুহূর্তে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড্যাঃমৃণাল কান্তি দাস এসে উপস্থিত হন এ সময় সাথে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সভাপতি মোঃমোজাম্মেল হক,উপজেলা ছাত্রলীগের সাঃসম্পাদক আহমেদ রুবেল সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।এ সময় এড্যাঃমৃণাল কান্তি দাস এম,পি তৃণমূল নেতা-কর্মীদের খোঁজ নেন।