গজারিয়ায় হাফিজুর রহমান খান সমর্থকদের ঈদ পরবর্তী পূনর্মিলনী

যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, গজারিয়া উপজেলার জননন্দিত নেতা হাফিজুর রহমান খানের কর্মী-সমর্থকদের ঈদ পরবর্তী পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে গজারিয়া থানা সংলগ্ন হাইওয়ে ইন রেস্টুরেন্ট অনুষ্ঠিত পূনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও গজারিয়া উপজেলার জননন্দিত নেতা হাফিজুর রহমান খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, গজারিয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ মুক্তিবাহিনী স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক খাদিজা আক্তার প্রমূখ ।